চোখের আলোয়
চোখের আলোয়


বিল দেখেছো, বিল, চলন বিল, মস্ত সে বিল,
আমারও খুব শখ জানো, সে বিল দেখার।
জানি না কখনো সে নিজের চোখে দেখতে পাবো কিনা।
শুনেছি সে বিলের জল নাকি লাল সাদা নীল পদ্মে পদ্মে ঢাকা,
আর সেই পদ্মফুলের রেণু পায়ে আর ডানায়.... মাখামাখি করে ভ্রমরেরা এপদ্ম থেকে সেপদ্ম....
সেপদ্ম থেকে ওপদ্ম, দিনভর ওড়াউড়ি করে বেড়ায়।
আবার শুনেছি সেখানে পদ্মফুলের মাঝখানটিতে নাকি সাপেরা খেলা করে!
কতদিন ধরে আমি অপেক্ষা করে আছি,
কতযুগ সে অপেক্ষায় তিলতিল করে পেরিয়েছি।
কতকালের শখ আমার, চলনবিলের পদ্মবনে....
দেখবো সাপ - ভ্রমরের খেলা,
সে খেলা দেখতে দেখতে পেরোবে বেলা।
তুমি আমার সঙ্গী হবে সে বিলের পথে,
রাজী তুমি? তবে চলো আজই যাই মনোরথে,
মস্ত সে বিল, চলনবিলের পথে।
দেখবো চলনবিলে সাপ - ভ্রমরের খেলা,
আপন চোখের আলোয় পূর্ণ প্রহর বেলা।