চল্ দুরে
চল্ দুরে


চল্ দুরে, চল্ দুরে স্বপ্নেরই রোদ্দুরে
অজানার সন্ধানে অচেনা পথ ঘুরে, চল্ দুরে ।
কতকি দেখিনি কোন্ কথা রাখিনি
সবকিছু আজ ভুলে নৌকোতে পাল তুলে, চল্ দুরে ।
বাঁশি ওই যে বাজে লাগেনা মন কাজে,
কোন্ দুরে সে আছে তাকে মন চায় কাছে
হৃদয়ের গভীরে গান বাজে কোন সুরে?
চল্ দুরে, চল্ দুরে ।
ভোরেরই প্রার্থনা মন হল আনমনা,
সন্ধ্যারই আহ্নিকে চাইবে সে কার দিকে ?
এই ভাঙা শহরে সে আছে মনজুড়ে !
চল্ দুরে, চল্ দুরে ।
ঝিম্ধরা দুপুরে কোন্ গাঁয়ের পুকুরে
মাছরাঙা ডুব দিয়ে প্রাণভরা সুখ নিয়ে
ওই গাছের উপরে ঐ বুঝি যায় উড়ে !
চল্ দুরে, চল্ দুরে ।
ওই নদীটির তীরে সেই গাঁয়ের মন্দিরে
কে যে ঘোমটা মাথায় সুরে ঘণ্টা বাজায়,
সাঁঝবেলায় দীপ জ্বালায় কোন গাঁয়ের বধূরে ?
চল্ দুরে, চল্ দুরে ।
যতো ভাবনা কথা মন জুড়ে ব্যস্ততা
নাগরিক যন্ত্রণা বিশ্বাসী মন্ত্রণা,
কতো কাজ এই ঘরে থাক না সব আজ পড়ে
চল্ দুরে, চল্ দুরে ।