চিত্র বিচিত্র
চিত্র বিচিত্র
জীবন নামক স্তরে
বৈচিত্রের বিস্তরে
ক্লান্ত যখন শেষ হয়ে যায় বয়েস,
নব জীবন উচ্ছনে,
বিদ্রুপ আর বিচ্ছনে
শান্ত যখন হয়ে যায় সব শেষ।
একটা জীবন কেউ জানেনা
ঘটবে কতো ঘটনা,
গড়বে, লড়বে, শেষ করবে
রটবে কতো রটনা।
রুপের গুনের পসরা সাজিয়ে,
চলবে জীবন কদিন,
নিস্তেজ আর নিস্তব্ধতায়
দেখা যাবে কবে প্রানহীন।
শিশু, কিশোর পেরিয়ে তবে আসে যৌবন
জৌলুসে আর প্রাচুর্যতায় হয়ে উঠে কেউ হীনমন!
সব হারিয়ে স্নেহ প্রীতি কেউ বা হয় সুখি,
সবার সাথে থেকে যেয়েও কেউ রয়ে যায় দুখি।
দুদিনের সুদিনের তরে বিবেক না হারিয়ে,
বার্ধক্য একদিন ধরবে ঘিরে পারবেনা কেউ এড়িয়ে।
ইচ্ছা।
