STORYMIRROR

Anirban Saha Roy

Romance

3  

Anirban Saha Roy

Romance

চিলেকোঠা

চিলেকোঠা

1 min
749


ওই যে দেখ পাখিরা কেমন উড়ে যায় আকাশে,

জানেনা সে কোথায় কখন বেঁধেছে সে বাসা।

দিনের শেষে ক্লান্ত পাখিরা, তবু বাসায় ফিরে আসে।

ও বাসাতেই যে লুকিয়ে থাকে, সে পাখির ভালবাসা!


ঘরেই যখন ভালবাসা লুকিয়ে থাকে আড়ালে,

তবে কেন সময়েতে, থাকতে চায়না মন, এ ঘরে।

যদি কেউ তার জীবনে, প্রিয় প্রেয়সীকে হারালে।

তবে সে ঘরে, মন তার শুধু গুমরে গুমরে মরে!


মন চায় বেরিয়ে যেতে, সে সুখের ঘর থেকে,

চারিদিকে খুঁজে ফেরে, কোনো এক নিরালা।

মন যে তার রেখেই দেয়, প্রেয়সীর ছবি এঁকে।

যদিও সে প্রেয়সী, মেটাতে ব্যর্থ প্রেমিকের জ্বালা!


প্রিয় ঘরে যদি তার, অশ্রু ঝরে পড়ে এক ফোঁটা,

তাই তার ঘনিষ্ঠ খুব, ওই অন্ধকার চিলেকোঠা।


Rate this content
Log in

More bengali poem from Anirban Saha Roy

Similar bengali poem from Romance