ছায়া গাছ
ছায়া গাছ
ঝড়ের দাপট অভিমানে মিলিয়ে গেলে!
ছড়িয়ে ছিটিয়ে পালক মেলে আকাশ যখন
তুমি চোখের ভেতর সমুদ্র এনাে অল্প নীলে।
বাড়লে আমার ঘরের কোণের গােপন আঁধার!
মেঘ কুচকুচ চুলের জুটে হাওয়ার নেশা,
নাভিচাঁদে পাল তুলে দিয়ে মন পারাপার।
নরম ঘাসে হাঁটছে আঙুল ভালােই তােমার,
নগ্ন রাতে নক্ষত্রযাপন বন্য হয়ে,
ভাসবে ভােরে ঢেউয়ের তােরে গর্ভ আমার।
সূর্য ভেঙে টুকরাে করাে সন্তর্পণে!
সকাল যখন বিসর্জনের বিষাদরেখা;
রাঙিয়ে দিও সিঁথি আমার নিয়ম মেনে।
ছায়াগাছে গােপন আলাে, জ্বলছে রতি!
ঠোঁটের নীচে গৃহকোণ সুখী,
মেনে নিও ইতিউতি এই নিয়তি।

