ছায়া ছায়া সত্যি ৪১
ছায়া ছায়া সত্যি ৪১
চিরকেলে বস্তু তোমার পায়ে, পায়ের পাতায়
লোমহর্ষক ফলিতবিদ্যা
আমি তো এখনও বেঁচে আছি, বেঁচেই আছি
রোজ সকালে, অসময়েও আত্মবিশ্বাসে শশাফুল দেখি
কিংবা দোপাটি
আলতো স্পন্দনে প্রজাপতি বাতাসে কিছু কথা রাখে
তোমার না-পাওয়া চাওয়াগুলো রাগের মতো গলছে
সেলফি তোল
সোস্যালমিডিয়ায় তোলপাড় এলোপাতাড়ি বন্যা নামুক
আমি ঠিক আগের মতই দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি রং
এত তাড়াতাড়ি
দেখনদারির তপ্ত রোদ্দূরে গড়াগড়ি খাও গীতা ছেড়ে?
