ছায়া ছায়া সত্যি ৪০
ছায়া ছায়া সত্যি ৪০
উড়ুক্কু মাছের সচল ডানার মতো আমার এ মন
তুমি বাসা বাঁধো
এলো থাক টলটলে তোমার ও চোখ, ছোট চুল
ঘামের সঙ্গে দু'চার চামচ রক্তও হাসুক হালকা
মনমতো হোক বাসা
ক্রমশ শিশুরা নাচুক স্রোত থেকে স্রোতের হৃদয়ে
আকাশে ভাসুক গল্পের ফিসফাস আচমকা রোদ্দুরে
বৃষ্টি বসুক নড়েচড়ে
চোদ্দপুরুষ তর্পণে, নানা কাজে দাও উঁকিঝুঁকি তুমি
নাচুনে শীতকে বস্তায় ঠেসে একচুমুক চুমো আঁকো
সন্তান শান্ত হয়
ছায়া ছায়া সত্যিরা আরো হয় ছায়া, আবছায়া....
