STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩৮

ছায়া ছায়া সত্যি ৩৮

1 min
234

কতদিন মুখ চাপড়ে হাহাকার কেটেছি দাঁতে

দাঁত বলল, ভয় নেই, ভয় নেই তোর আর


তোমার মুখ থেকে, মন থেকে হিমবাহ নামল

আমি অবাক হই নি আর, ঝাঁঝালো রামধনু 


ভালবাসা সত্যিই একটা তেজস্ক্রিয় মৌল

গিলেছে হাত পা মাথা মেরুদন্ড এবং নখ


আষ্ঠেপৃষ্ঠে বুঝিয়েছি তোমাকে মিনিট সেকেন্ড

ঘুমবড়ি, কেরোসিন, অন্যমন কোন সমাধান নয়


এখন ফয়সালা খাই, ভয় আর নেই সত্যি

হাতে ঊনত্রিশ আর তোমার ঊনপঞ্চাশ সাল


সব ক্ষত মাথা নীচু, কিচকিচ নেই কিছু আর

সময় ঘুলিয়ে ওঠে, উড়ে যায় সীমানার পা



Rate this content
Log in

Similar bengali poem from Abstract