ছায়া ছায়া সত্যি ২৮
ছায়া ছায়া সত্যি ২৮
জানি জানি, মানুষকে মানুষ এখন খুব ভয় খাচ্ছে
জানি জানি,জানালা দরজা বন্ধ করেও ভয় মারতে পারি নি
জানি জানি জানি
গান সব শক্ত বাতাস কামড়ায়
নিজের বুকে হাঁটু পিষি
এর চেয়ে কোন জন্ম ভালো!
ঝিলের পাশ দিয়ে হাঁটি
পাখি ওড়ে, ছায়া ছায়া জলে পানকৌড়ি
কচি ঘাসে ডুবে থাকে বকের হলুদ ঠ্যাং
জার্সি গাই চুপিসাড়ে খায়, ল্যাজ নাড়ে
ফুল সংগ্রাহকরা লুপ্তপ্রায়
প্রজাপতি, মৌটুসী তাই ইলিবিলি খেলে
তবুও বাতাস ভারী
শূন্য নামের সমনে হয়তো কাল আমি আছি
হয়তো আছি হয়তো নেই
ওত পেতে বসে থাকে হাসপাতালে ফড়েরা
