ছায়া ছায়া সত্যি ১১
ছায়া ছায়া সত্যি ১১
অন্ধকার হাতড়িয়ে হাঁফ খাই
আলোকে সপাটে নামাই তাই
এ শরীরে, এ জ্বলন্ত মনেও
তুমি রোজ রোজ কান্না করো না আর
এবার ফসল উঠবেই লকলকিয়ে
ঘাসের সঙ্গে অনেকটা মিনিট সেকেন্ড
কুত্তা ট্রেনে অনেকটা পাখনা উঁচানো
অবদমন খামচে খামচে ডোবাতে চায়
মুখের ভাষাটাও আজকাল আর ঠিকঠাক নয়
সূর্য্য ডুবলে শ্মশান স্মৃতি ঘিলু কামড়ায়
নিজেকে অন্ধকারে রেখে রোজ ভালবাসি
নিজেকে অবরুদ্ধ রেখেও ঠেলাঠেলি ভালো
নিজেকে বিলিয়ে বিলিয়ে নাক উঁচু
নিজেকে নিঃসঙ্গ করে এপথ ওপথে আলো খুঁজি
নিজেকে নমনীয় করে আলো খাই আলো
