বয়েস আবার কমে গেলে
বয়েস আবার কমে গেলে
বয়েস আবার কমে গেলে
যেতাম সেই ছেলেবেলাতে চলে।
যেখানে রূপকথার গল্পে
শুনতাম বসে মায়ের কোলে ।
বয়েস আবার কমে গেলে,
করতাম ভুলগুলোর মেরামত।
ভুলগুলো সব শুধরে নিয়ে
বদলে দিতাম প্রেক্ষাপট।
জানি কখন ঘুরবে না সময়ের রথ।
জীবন একটা আয়না।
দেখে যাও ঘটনা
কিন্তু তাকে নিজের মতো
সাজাতে পারবে না।
বয়সটা গেলে কমে আবার।
ইচ্ছে শুধু শৈশবে ফিরে যাবার।
যেখানে আছে শুধু ভালোবাসা।
নেই কোন স্বার্থের কারবার।
,,,,,,,,,,,,