STORYMIRROR

SUMITA CHOUDHURY

Romance Others

3  

SUMITA CHOUDHURY

Romance Others

বড়ো সাধ জাগে

বড়ো সাধ জাগে

1 min
119


বড়ো ইচ্ছে করে বয়সকালের সীমা ভুলে

কল্পলোকের গল্পটা আজ সত্যি হোক। 

ঝরঝর বারিধারায় মন ভিজিয়ে

পায়ে পায়ে হেঁটে চলি দূর অজানায়।

এক ছাতার তলায় আধভেজা তুমি আমি,

যে কথা হয়নি কখনো বলা

সে কথার পরশ মেখে কিছু সময়কে করি মনের সান্নিধ্যে ভীষণ দামী। 

একবার নাহয় করি মোরা প্রেমযাপন,

বৃষ্টিকে সাক্ষী রেখে আপন মনের ঘরে আরো একবার প্রেমকে করি আলিঙ্গন। 

বৃষ্টি ভেজা সোঁদা গন্ধে আজও যে মন আকূল হয়,

বড়ো সাধ জাগে বর্ষা মাখতে, বৃষ্টি চাখতে, 

টিনের চালে বৃষ্টিফোঁটার জলতরঙ্গ শুনতে,

সেই কাগজের নৌকাগুলো ভাসাতে আরেকবার।

জানি পৌঁছেছি বেলা শেষে, 

তবু, মনের সাধ নাহয় হলোই বা পূর্ণ এই অবেলায় এসে।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance