প্রণমি বিবেকানন্দ
প্রণমি বিবেকানন্দ
কবিতা- প্রণমি বিবেকানন্দ
সুমিতা চৌধুরী
ধর্ম যেখানে হয় কর্মে নিহিত,
বিবেক যেখানে থাকে সদা জাগ্রত,
সেই তো তোমার দেখানো পথ,
মানবতাই সেখানে অধিরথ।
তাই তো শিকাগো থেকে গ্রামান্তর,
জিতেছিলে তুমি সবার অন্তর।
তোমার দেখানো পথে উদ্বুদ্ধ হয়ে,
আইরিশ মার্গারেট, রয়েছিলেন সিস্টার নিবেদিতা হয়ে।
যুবসমাজে এনেছিলে গণজোয়ার,
মানবতার ধর্মে হতে সোচ্চার।
বিশ্বমানবরে বেঁধেছিলে আপন বাণীতে,
বিশ্ব বিবেক জেগেছিল মানবতার হিতে।
হে বিবেকানন্দ তুমি প্রণম্য,
আজও বিশ্ব মাঝে সদা বরেণ্য।
সকল ভারতবাসীকে বেঁধেছিলে হৃদয়ের বন্ধনে,
তাই তো দেশ আজও পূজে তোমায়, আত্ম- নিবেদনে।।
#লাইন_সংখ্যা_১৬
