বন্ধুত্বের বন্ধন
বন্ধুত্বের বন্ধন
স্বার্থের এই দুনিয়ায়
বন্ধু পাওয়া বড়ই কঠিন!
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা
মুখ চেনাও বড় কঠিন!
বিশ্বাস করে একসাথে
দীর্ঘ পথ চলাও কঠিন!
নিজের দুর্বলতা
প্রকাশ করাও কঠিন!
বন্ধুত্বের সংজ্ঞা গেছে পাল্টে!
হাত বাড়ালেই এখন আর
পাওয়া যায় না.. বন্ধুর ভরসার হাত!
সুখের সাথী অনেক আছে,
দুঃখে কেউ নেয়না খোঁজ!
বিপদ দেখলে হাত বদলায়,
কিন্তু বন্ধুত্বের দাবী করে রোজ!
তবুও বন্ধুত্বের বন্ধন ওঠে গড়ে,
বন্ধু আমার আছে অনেক
জন সমুদ্রের ভীড়ে,
আসল বন্ধুর দেখা মেলে
পাল ছিঁড়ে তরী ডুবলে,
শক্ত বাহুবন্ধনে নেয় সে....
আমায় আগলে,
বন্ধু হওয়া কঠিন বড়!
এ যে নিঃস্বার্থ বন্ধন,
ভালো থাকুক বন্ধু
বেঁচে থাকুক হাজার হাজার
মুখোশের আড়ালে আসল
র্নিভেজাল বন্ধুত্বের বন্ধন।
