বিরহ
বিরহ
কথা ছিল তুমি আসবে,
কথা ছিল তুমি আমার স্বপ্নে ভাসবে,
অথচ তুমি এলে না,
বিরহে আমার ঘর পুড়লো
তুমি একটিবার দেখলে না।
তাই,আমি তোমার নাম রাখলাম বিরহ
যাতে তুমি সবসময় আমার আশেপাশে থাকো,
অথচ তুমি দূরে।
হয়ত তোমাকে পাবো কাছে।
পরন্তু,বিরহে আমার ঘর পুড়লো
তবুও তুমি আসলে না।
আমার পাওয়ার কথা দুঃখ,
সাথে আমি তোমাকেও পেলাম না।
আমার পাওয়ার কথা কিছু
আমি যা পেলাম তাকে বলে সব কিছু।
যা পেলাম না,
হিসেবে কিছু যাবে আসবে না।
বিরহে আমার ঘর পুড়ল,
তুমি উপসংহার জানলে না।
যেখানে তোমার আঁখি,
এক সুদীর্ঘ রণক্ষেত্র
যেখানে তোমাকে পেতে হলে,
লড়তে হয় যুদ্ধ শত।
যেখানে প্রেম অক্ষত,
যেখানে প্রেমিক ক্ষত বিক্ষত।
যেখানে তুমি আছো,
অথচ আমি তোমার দেখা পেলাম না।
বিরহে আমার ঘর পুড়ল,
তুমি এক আঁজলা জলও দিলেনা।
আমার ঠিক কিচ্ছু না,
আমার তুমি তুমি না।।
আমার বিরহ,তোমার দেওয়া
আমার নিজের কিছুই না।
মহাবিশ্ব নিত্য ব্যাপার,
তুমি আমার অলিন্দ নিলয়
তলিয়ে দেখলে না।
বিরহে আমার ঘর পুড়ল
তুমি দুফোঁটা চোখের অশ্রু ঝরালে না।
পাখির ডানার স্বপ্ন বেধে,
উড়াল দিলে তুমি অনেক দূরে।
দিগন্তের যেদিকে চোখ যায়,
বিরহ ছাড়া কিচ্ছু দেখা না পায়।
চোখ বুঝলে তোমাকে দেখি,
মস্তিষ্কের ভ্রম তাও জানি।
তোমাকে সামনে দেখি না,
তোমাকে তীব্রভাবে অনুভব করিনা।
বিরহে আমার ঘর পুড়ল
তুমি কেনো জিজ্ঞেসও করলে না।
ঠোঁট যেখানে কাপে মৃদু,
বলবো নাকি বলব,না হৃদয় ভাবে কিছু।
চক্ষু যেখানে তল পায়না তোমার চোখের
মন যেখানে মিশে যায় না তোমার মনে।
হাত যেখানে হাত ছুঁয়ে যায় না তোমার হাতের।
যেখানে দীর্ঘশ্বাস শেষ সম্বল,
নিস্তব্ধতা যেখানে শেষ কথা।
যেখানে বিদায় নেই,
অথচ আর কথা হবে না দেখা হবে না।
যেখানে প্রেম নেই,অথচ আমি প্রেমিক।
যেখানে রাত্রে ঘুম নেই,অথচ আমি প্যাঁচা না।
যেখানে তুমি আছো অথচ আমি তোমার না।
যেখানে বিরহে আমার ঘর পুড়ল
তুমি খবরটাও নিলেনা।
আকাশের দিকে তাকিয়ে চক্ষু স্থির করে
আকাশকে খোজ শেষে,
সামনে তাকিয়ে তোমায় দেখতে পাওয়া।
সেই পাওয়াতে অনেক আছে ,
আছে কত সাধ কত স্বপ্ন মিশে যাওয়া।
কিন্তু তুমি নেই সেখানে,না থাকারই কথা।
কথা যেখানে সর্বহারা,আমি যেখানে সর্বস্বান্ত
সর্বস্ব পথ হারা,অন্ধ নই পথ জানিনা।
বধির নই শুনতে পাই না তোমার কথা।
বিরহে আমার ঘর পুড়ল,
তুমি দুহাত উঁচিয়ে,আমায় কাছে ডাকলে না।

