STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

ভয়ের স্মৃতি

ভয়ের স্মৃতি

1 min
356

ভয়ের কবিতা লিখতে আমি বেশ ভয় পাই ___

শুধু কিছু রক্তাক্ত কথা হৃদয়ের ভিতর থেকে চেঁচিয়ে উঠে___

বেরিয়ে হয় কিছু গলিত স্মৃতি তাই ভয়ে আমি লিখিনা কোন ভয়ের কবিতা__

মানব আর মানবীর হাজারো বিনিদ্র প্রহর আমি কেমন করে লিখে শেষ করবো___

আমি কি কি উত্তর দেবো এ বয়ে যাওয়া সময়ের__

তাই তো কবিতা লিখি না__

মনের অজানা কত স্বপ্ন আজো হয়তো গুমরে গুমরে কেঁদে যাচ্ছে হৃদয়ের আঁধারে কে জানে___

আমি কত অজানা স্বপ্ন খুঁজে বাইরে আনবো__

হয়তো খুঁজে চলেছে কেউ কেউ আজো

তার হারানো ভালোবাসার শেষ রেখে যাওয়া চিহ্ন টুকু

আজো হয়তো হাসতে গিয়ে কখন যে লুকায়িত চোখের জলের ক'ফোঁটা এসে যায় চোখের বাইরে কে যানে___

হয়তো অজানাই থেকে গেছে এমন অসংখ্য ভয়ের অপ্রকাশিত কাব্য__

আমি কত গুলোই বা লিখবো তাই ভয়ে আমি লিখিনা ভয়ের কবিতা__



Rate this content
Log in

Similar bengali poem from Abstract