STORYMIRROR

binod bangali

Tragedy

4  

binod bangali

Tragedy

ভগ্ন নীড়

ভগ্ন নীড়

1 min
292

পিতা জ্বী গত হলেন এই তো বেশি দিন নয়

ভেবেছিলাম সামলে নেব আসুক যত ভয় , 

বৌদির হল ভিমরতি , তার মা দিলেন লাই 

সংসার তার ছো্ট্ট চাই , তাতে দাদা দিলেন সায় ।

এক চিলতে আগুন এসে দিল সব পুড়ে 

আমরা হলাম হা- ঘরে আর ,

মা- বাবার ব্যবহার্য স্থান পেল ভাগাড়ে 

বৌদিদের কুটুমেরা বসল এসে জুড়ে ।

জমিদারি টা দাদাই নিল

শহরের তে'তলা দোকান মাকান মেজোই পেল , 

সেজো তো আরও বেশি 

সাথে ইছামতীর তীরে শ বিঘা জমি ।

সংসারে সবার ছোট ছিলাম তাই 

ভাগে শুধু মা'কে পেলাম আমি ।


Rate this content
Log in

More bengali poem from binod bangali

Similar bengali poem from Tragedy