ভগবান কেমন দেখতে ?
ভগবান কেমন দেখতে ?


আচ্ছা ভগবান কেমন দেখতে ?
আমি দেখেছি গায়ে ঘা হওয়া বৃদ্ধা
হঠাৎই সুস্থ হয়ে সুস্থ জীবন চালাচ্ছে ।
অনেক ইচ্ছে হয় মন্দিরের দরজায় বসা
ভিক্ষুকদের দান নয় জীবনের দায়িত্ব নেবো ,
কিন্তু ওই মনে হওয়া পর্যন্ত ;
আমার তৎপরতার ধার না ধেরেই
ওদের গায়ে ছেঁড়া ছেড়ে নতুন কাপড় ,
শীতে কম্বল উঠেছে ।
মুখে উঠেছে দুবেলা পর্যাপ্ত খাবার ।
আচ্ছা এসব অনেক শক্ত কাজ ,
এবার দৈনন্দিন জীবনে আসি ;
রাস্তায় বীভৎস জ্যাম ;
বিনা পোশাকে ট্রাফিক সাজিয়ে দিলেন কেউ ।
আচ্ছা এবার বলি সময়ের কথা ;
প্রতিদিন একই রুটে অফিস যান ,
হঠাৎ অন্য বাসে চাপলেন , রুট আলাদা ।
জানতে পারলেন প্রতিদিনের রুটে
বেঁধেছিলো গোলযোগ , পুলিশি ব্যারিকেড ।
এটা কীরকম হলো ?
লোক হিসাবে , সময় হিসাবে আপনার আশেপাশে
কিছু তো একটা শক্তি আছে ;
মূর্তির মধ্যে ঈশ্বর আছে কি নেই জানি না ,
তবে আমি ওই উপকারী লোক ,
কার্যকরী সময় - এদের ভগবান মানি ।
আমি কি আস্তিক ?
আপনারাই বিচার করুন ।