ভারতবর্ষ
ভারতবর্ষ
ভারতবর্ষ মানবতা, আবেগ,
সাম্যের নাম,
সকল ভারতবাসীর হৃদয়ে আছে
স্বর্নাক্ষরে লেখা মাতৃভূমির নাম।
আমাদের এই মহান দেশ সব
ধর্মের মিলন ক্ষেত্র,
গর্ব ভরে ওঠে বুক,
হর্ষে পুলকিত হয় চিত্ত।
পূন্যভূমিতে জন্ম নিয়ে স্বার্থক
হয়েছে এই জীবন,
অন্তীম নিঃশ্বাস ফেলে দেশের
মাটিতেই যেন আসে মরণ।
মাতৃভূমি তোমার বীর সন্তানদের
বীরত্বের কাহিনী আজও
ভাসে গানে গানে,
তাদের কঠিন সংগ্রামে পরাধীনতার
বেড়ি ভেঙ্গে মুক্তির ঝলমলে সূর্য উদিত
হয়েছিল পূর্ব আকাশের কোনে।
কত সহস্র মায়ের কোল
হয়েছিল খালি!
কত সহস্র স্ত্রীর পরনে
উঠেছিল সাদা থান!
তবুও তারা দুর্বল হয়নি,
গেয়ে উঠেছে ভারত মাতার জয়গান।
হাজার হাজার বীর সন্তানের
আত্ম বলিদানে এসেছে এই স্বাধীনতা,
রং পেন্সিল নয় রক্তের লাল রঙে রঞ্জিত আমাদের জাতীয় পতাকা।
