ভালোকিছু মন্দ ভালো
ভালোকিছু মন্দ ভালো
নতুন করে নতুন কিছু লেখা যায়
আবার নতুন ঠিকানা হারিয়েও যায়।
কোথায় ঠিকানা কোথায় তুমি
পথ জানিনা
চুপচাপ একা বসে থাকি
নয়তো নিরুদ্দেশের পথিক।
কোথাও কি ঘুমিয়ে আছো,
একা চুপটি করে কোথাও
কিংবা কোনো নেশায় ;
নেশা তো ভালো'র ও হয়
এই যেমনটি তোমায় আমি ভালোবাসি।