Rupak Guha

Abstract Romance

3  

Rupak Guha

Abstract Romance

ভালোকিছু মন্দ ভালো

ভালোকিছু মন্দ ভালো

1 min
82


  

নতুন করে নতুন কিছু লেখা যায় 

আবার নতুন ঠিকানা হারিয়েও যায়। 

 

কোথায় ঠিকানা কোথায় তুমি 

পথ জানিনা

চুপচাপ একা বসে থাকি 

নয়তো নিরুদ্দেশের পথিক।

কোথাও কি ঘুমিয়ে আছো, 

একা চুপটি করে কোথাও 

কিংবা কোনো নেশায় ;

নেশা তো ভালো'র ও হয়

এই যেমনটি তোমায় আমি ভালোবাসি।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract