STORYMIRROR

Rupak Guha

Inspirationals Romantic

1  

Rupak Guha

Inspirationals Romantic

তুই পারবি

তুই পারবি

1 min
7K


সেদিনও বলেছিলাম তুই পারবি আজ ও বলছি একই, তুই পারবি এখন যদি কোনো রাস্তার আলোগুলো এক এক করে নিভে যায় 

তুই কী একা বাড়ি ফিরতে পারবি না?

রাত ১টার পর বারান্দায় এলে আমাকে কিছু দেখতে দেয়না অন্ধকার শরীরে রক্ত হিম হলে তোর গায়ে হাত রাখি তুই ভয় পাস না

তুই জানিস এটা আমার অভ্যেস।

আমি কালকের জন্য সিগারেট আনিয়ে রেখেছি। 

জানিস তো ওই মেয়েটা সেই যেদিন লালমাটির দেশে চলে গেল আমার হাড়গুলো মৃতদেহ থেকেও শক্ত হয়েছিল।পুরোনো প্রেম বর্তমানকে বলতে হয়

এক বান্ধবী বলেছিল নতুনকে ভালোবাস ,পুরোনো সে পুরোনো হয়েই রয়ে যাবে।


Rate this content
Log in