ভালোবাসার রীতি
ভালোবাসার রীতি
চলে যেতে চাও?
তা যেও, দেবনা বাঁধা কোনদিন
আমার ভালোবাসা আবহমান
আপন অন্তরে বিলীন-
ভালোবাসা মানে শুধুই থেকে যাওয়া নয়
রেখে যাওয়া টুকরো টুকরো স্মৃতি
ভালোবেসে, ভালোবাসা সবাই পায়না
এটাই ভালোবাসার রীতি।

