বেদনার ইতিকথা
বেদনার ইতিকথা
সারা জীবন দিয়েই গেলাম
পেলেম না কোনো সুখ
সবার মাঝে কেনো তুমি
আমায় দিলে দুঃখ
আজ তুমি চাঁদের আলো
কাল হবে কলঙ্ক
তোমার কথা মনে পড়লেই
মনে জাগে আতঙ্ক
নিজের দুঃখ নিজেই নিলাম
পরকে দিলাম সুখ
সার্থপর আজ সমাজ
লুকিয়ে রাখে মুখ

