ভালোবাসা সর্বনাশা
ভালোবাসা সর্বনাশা
ভালোবাসার মহাসাগর হতে
উঠেছিল যে উত্তাল ঢেউ
গ্রাস করেছে কতো হৃদয় কে
তবু দেখতে পায়নি কেউ
জীবন তলিয়েছে অথৈ জলে
দূর থেকে হেসেছে ভালোবাসা
ভালোবাসা মানে আর কিছু না
এক মহামারী সর্বনাশা

