ভালোবাসা মানেই দেশ
ভালোবাসা মানেই দেশ
ভালোবাসা দূর 365 দিনই পালন করা যায়,
হয়তো যায় না শুধু দেশটাকে ভালোবাসা...!
তাইতো লোকে ভ্যালেন্টাইন্স ডে মনে রাখে
শহীদ দিবস ও ব্ল্যাক ডে নয়.....!
আমার কথা ছাড়ো,
আমার কাছে তো ভালোবাসা মানেই দেশ,
আমার কাছে ভালোবাসা মানে ওই তিরঙ্গা পতাকা,
আমার প্রিয় পোশাক ওই খাঁকি পোশাকটা,
যা দেশ রক্ষার বর্ম হিসাবে ব্যাবহত হয়।
বলব না তোমাদের 365 দিনই দেশকে ভালোবাসো,
বলবো না মনের কোণে তাদের রাখতে
যাদের জন্য তোমার সামান্য শ্রদ্ধাটুকুও নেই
পালন করে তোমরা দেশকে ভুলে বিদেশী ভ্যালেন্টাইন।
আচ্ছা বছরের একটা দিন কি
বিদেশি ভালোবাসা দিবসকে ভুলে,
দেশের শহীদদের সম্মান জানানো যায় না...?
আমার কথা ছাড়ো,
আমার কাছে ভালোবাসা মানেই তো দেশ।
