ভালো রেখো তাকে
ভালো রেখো তাকে


এক বুক শ্বাস নিয়ে পৃথিবী সেরে ওঠো আবার
যেন বাঁচার জন্য শূন্য হাতে লড়তে না হয় আর।
যেন সন্তানহারা হতে না হয় আর কোনো মা কে
আমি যাকে ভালোবাসি,ভগবান ভালো রেখো তাকে।
এক বুক শ্বাস নিয়ে পৃথিবী সেরে ওঠো আবার
যেন বাঁচার জন্য শূন্য হাতে লড়তে না হয় আর।
যেন সন্তানহারা হতে না হয় আর কোনো মা কে
আমি যাকে ভালোবাসি,ভগবান ভালো রেখো তাকে।