বেহায়া ভালোবাসা
বেহায়া ভালোবাসা


হ্যাঁরে তুই এতটাই নির্লজ্জ ?
দরজা খোলা হোক বা বন্ধ
তোকে কি ঢুকে পড়তেই হবে ?
খোলা থাকলে তো কথাই নেই -
বিনা পারমিশনে ঝড়ের গতিতে ঢুকে পড়বি ,
আর বন্ধ থাকলে যেভাবে হোক খুলিয়ে
গায়ের জোরে ঢুকে পড়বি ?
এ কি রকমের বেয়াদবি বলতো !
প্রাণের দরজা দিয়ে যেভাবে হোক
ঢুকে তো পড়লি , এখন তোর
খাওয়াদাওয়ার জন্য আমার
স্বপ্ন আশাগুলোকে টেনে নামাতে হবে ?
সেগুলো না দিলেও জানি তুই
গায়ের জোরেই বার করবি ...
হয়তো নাছোড়বান্দা এই তোকে
একদিন ঠিকই সয়ে যাবে ,
কিন্তু এই তুই-ই যে একদিন বিনা নোটিশে
দরজা খুলে চলে যাবি না তার কি গ্যারান্টি ?
আসলে ভালোবাসা তুই বড় বেহায়া |