Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

AYAN DEY

Abstract

2  

AYAN DEY

Abstract

বাঁচো

বাঁচো

1 min
475


তুমি নাকি হাত দিলেই হবে কলঙ্কিনী?

আমি বলছি আমার হাতে রাখো;

সমাজ নাকি কলঙ্ক দেবে ... হুঁ

রাখো রাখো ...

তুমি নাকি কি জামা পরবে সেটা লোকে বলবে?

আমি বলছি, শর্টস্কার্ট, ফুলস্কার্ট, বিকিনি

সব সব পরবে ... হ্যাঁ হ্যাঁ সব;

লোক বলবে ... কবেই তো বলেছেন পর্দায়!

তুমি যাবে ডিস্কে , নাচবে , মাতবে খুশিতে;

কে বলে তুমি বেলেল্লাপনা করো?

ডেকে আনো তাকে , দেখো সে ভাঁটিখানায়

প্রতিদিন মাতলামি করে তোলপাড় করে ...

কোনো কথায় কান দেবে না।

আমারও না, যদি মনে হ​য় ভুল বলছি।

তোমার জীবন তোমার মতো বাঁচো।


Rate this content
Log in

More bengali poem from AYAN DEY

Similar bengali poem from Abstract