STORYMIRROR

Bidyut chakraborty

Classics Others Children

3  

Bidyut chakraborty

Classics Others Children

::বাবা::

::বাবা::

1 min
403

বাবা,

তুমি একটা আস্ত বটগাছ

তোমার ছায়ায় গড়ে ওঠে সংসার।

মা যদি সেই গাছের শাখা

তুমি তবে তার মূল।

পুরুষের ত‍্যাগের প্রতীক তুমি

সংসারে মুুখ বুুজে দিয়ে যাও শুধু

বিনিময়ে পাওনা কিছুুই।

সকলের আবদার প্রয়োজনের জায়গা তুুমি

তোমার আবদার প্রয়োজনের খবর

এ সংসার কখনও রাখেনি।

বাইরে টা তোমার ভীষণ কঠিন

শক্ত খোলার মতো

ভিতর টা তোমার তেমনি নরম

কচি ডাবের মতো।

মাথার উপর থাকো যতদিন

ততদিন ই থাকে শান্তি।

চলার পথে নামলে আঁধার

এখন ও জাপটে ধরি তোমর হাতটি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics