অতীত খাতায়
অতীত খাতায়


মরচে ধরা বুকের প্রেমে, শহর সাজে নূতন
গ্যালারি ভরা পুরানো ছবি, স্মৃতির ভাঁজে আপন।
বন্দী খামে একলা থাকা, নানা চিঠির ঝলক
ফেরে না আর কাজল ভরা, দু নয়নের পলক।
ধূসর মেঘে বৃষ্টি ধারা, ঝরে অকাল ছন্দে
কেই বা তারে যতন করে, রাখবে আপন সঙ্গে।
ফুরিয়ে গেছে মনের কথা, ছেঁড়া অতীত খাতায়
আকাশ কাঁদে একলা শোকে, বিষাদ ভরা ব্যাথায়।
চাকচিক্যে রাস্তা ঘেঁষা, ল্যাম্পপোষ্টে নিয়ন
দাঁড়িয়ে দেখে বদলে যায়, কত মানুষ আপন।
দুই চোখেতে নিভে স্বপন, মিথ্যে ছলন আশায়
যা পাখি তুই পাখনা মেলে, যা অন্য কোনো বাসায়।
চৌকাঠে সেই আলিঙ্গন কষ্টে সয় বেদন
অস্তমিত আঁখি পাতায় সজল ভরা রোদন।
সন্ধ্যে নামে কুঠির ঘিরে, মেঠো পথের প্রান্তে
নিশীথ রাতে দগ্ধ বুকে, প্রহর কাটে অন্তে।