অস্পৃশ্য পরিচয়পত্র
অস্পৃশ্য পরিচয়পত্র


অন্ধকারে আমাকে ছুঁতে যাস না...
তোর চোখ জ্বলে যাবে,
আলোর ছায়ায় বেঁচে থাকা মন
অন্ধকার ছেড়েছে সেই শৈশবে....!
তারপর এপিঠ ওপিঠ কতো রুপ-পথ...
একলা নির্জন জীবন,
একা মানুষের প্রেমে পড়তে নেই কখনো,
ভালোবাসা তার জন্য নিষ্ঠুর বারন....!