অসফল
অসফল
আমার স্বপ্নের শৈল শিখরে
যখন পৌছে গেলাম,
সেটাই আমার সাফল্য বলল সকলে৷
আমার মধ্যে তখনও স্বস্তি নেই,
আমায় আরও এগতে হবে৷
শিক্ষা নয়,চাকুরী নয়,প্রেম নয়
তবে বুঝি অর্থ হবে বোধ হয়!
তাও অর্জন করা হল শেষে৷
তবুও অপূর্ণতা ঘিরে ধরে,
অক্টোপাসের মত আবেষ্টনীতে!
কি নেই ,কেন নেই এ সাফল্যে?
তবে কি আমি সাফল্য পাইনি!
জীবন প্রশ্ন করে চলে আমৃত্যু,
আমি ও আমার সাফল্য উত্তরহীন৷
শুধু চাহিদার হাহাকার,
চক্ষু,কর্ণ,নাসিকা,জিহ্বা,ত্বকে!
তার বলে যায় আমি অসফল,
আমি অপারগ এ ভুবন তল্লাটে!
