অপরের ভাবনা
অপরের ভাবনা
সেদিন দেখি একটা ছেলে
হেসে হেসে মজা করে একটা কথা বলে
তোমরা হাসবে কি হাসবে না,
ছেলেটা পড়ে আছে রাস্তায়
পাশ থেকে দেখে সবাই পশ্তায়।
তাহলে ছেলেটার মুখে হাসি কেন,
ছেলেটার মুখের ভাষা এই যে
অপরের কথা না ভেবে
নিজের কথা ভাবো গে।।।
