অন্য জীবন
অন্য জীবন
লালপেড়েতে জীবন শুরু,
সিঁদুরে মেঘ এল চলার পথে,
কলঙ্কের তিলক ভগ্নাংশের শেষে,
নকল পুতুলের সংসার ঘরেবাইরে,
দর্পণের অবৈধ অবয়ব,
কলঙ্কিনীর তিলকে আঁকা,
এক রাশ ঘৃণার অনুভব,
ভীত সন্ত্রস্ত অন্তঃসত্ত্বা,
ক্ষয়ে যাওয়া নুড়ি পাথর,
ছিদ্রান্বেষণ অন্তঃপুরবাসিনী,
দহনে দগ্ধ সবুজাভ মন,
অপেক্ষায় ভোরের সকাল,
আজ অমাবস্যার সমাপ্তি হোক।