অনুভূতি
অনুভূতি
জড়িয়ে ধরো
দুটো হাত দিয়ে,
আলগা হলেই ফসকে যাবে
শব্দগুলো হারিয়ে গেলেও,
অনুভূতি প্রখর হলে
নিস্তব্ধতাতেও শব্দ পাবে,
জমাট বাধা আজ চিহ্নগুলো
অনুভূতি তেই রং লাগবে
লাল, নীল, সবুজ...
রঙগুলো ফ্যাকাশে হলে,
হারিয়ে যাওয়ার গন্ধ পাবে।
তখন বোঝার চেষ্টা করো
রঙ কতখানি রঙ্গীন ছিল!
একটা দুটো আঁচড় দেখে...
স্মৃতিগুলো আটকে রেখো।
আঁচড়ের দাগ বিলীন হলে
স্মৃতিগুলো গুটিয়ে রেখো।
- বিদিশা চক্রবর্ত্তী
