::অমর একুশে::
::অমর একুশে::
ভাষা, সে তো প্রকাশ করে ভাব
মাতৃভাষা মেটায় মনের আশ।
জগৎ জুড়ে ভাষার ছড়াছড়ি
তারই মাঝে বাংলা, আহা মরি!
সে যে মোদের গরব,মাতৃ দুগ্ধ সম
এমন ভাষা ত্রিভুবনে আর নেই যেন।
আপন করা আমার মায়ের ভাষা
অমর একুশে মায়ের বীর গাঁথা।
আকাশ বাতাস আজও কেঁদে ওঠে
সালাম-বরকত-রফিকের স্মৃতিতে।
