অমাবস্যা ৪
অমাবস্যা ৪


দূরত্ব অনেক কম,
আবছা অন্ধকারে কিছুই চোখে পড়ে না
ওই দূরে যে ঝাউবন, ফিঙের উলুধ্বনি
একএক করে মধ্যরাতে গল্প বলে
কবিতা লেখে,
কিছু সময় পর বুঝতে পারে
রাতেরা অনেক গভীর,
ঘন কালো অমাবস্যায়
চাঁদও বিশ্রাম নেয়
সবার মতোই ।।
দূরত্ব অনেক কম,
আবছা অন্ধকারে কিছুই চোখে পড়ে না
ওই দূরে যে ঝাউবন, ফিঙের উলুধ্বনি
একএক করে মধ্যরাতে গল্প বলে
কবিতা লেখে,
কিছু সময় পর বুঝতে পারে
রাতেরা অনেক গভীর,
ঘন কালো অমাবস্যায়
চাঁদও বিশ্রাম নেয়
সবার মতোই ।।