অলীক বাস্তব
অলীক বাস্তব


আলোআঁধারির নিত্যখেলা
বিশ্ব চরাচরে,
নানা রঙের দৃশ্যপট
ভাঙে আর গড়ে৷
অলীক আর বাস্তবেতে
ঘন সন্নিবেশ,
মানসপটে স্থান করে নেয়,
রয়ে যায় আবেশ৷
অতলান্ত গহীন মনের
নিভৃত অন্ধকারে,
&nb
sp; অব্যক্ত অনুভবেরা
নিত্য উঁকি মারে৷
নিত্য আর অনিত্যের
দ্বন্দ্ব দোলায় দুলে
বহুমাত্রিক জীবন খেয়া
সদাই ভেসে চলে৷
প্রবাস শেষে ভেসে আসে
ঘরে ফেরার গান,
শাশ্বত এক আশ্রয়েতে,
চিরকালীন স্থান৷