STORYMIRROR

Amitava Pathak

Tragedy Others

3  

Amitava Pathak

Tragedy Others

অজানা দেশ৷

অজানা দেশ৷

1 min
259

 জল থইথই রাস্তা ,ছুটছুট দিন

হরেক রঙা নৌকো আমি নবীন,

অবাধ্য স্রোতে শুধু বয়েচলা

বিপদের ঘ্রাণ অজানা

বাবা বললেন

পৃথিবীর মানে শুধুই প্রজাপতি নয়

শুধুই গোলাপ নয়, নয় আসমানী

কাঁটাও আছে, বিষও আছে

আমি যতটুকু জানি ৷

ভাবনারা বেড়ে চলে অনুভূতি স্রোতে

মিলে যায় অনেক কথা

আমার হিরোর সাথে ৷

ভালো দেখা, ভালো কথা কত পথ তার

সাবধান, দেখে চলো

কথাগুলো তার ৷

অথচ কত অভিমানের মালা গেঁথেছি

রাগের সৌকতে ঢেউ এনেছি

সেই ছেলেবেলা,

তবু মনে হয় মরুভূমি ,মৌসুমি চিনতে শিখেছি ৷


কতবার কতদিন নিজে ডেকেছি

অভিমানের ঝিনুকে ভুলবোঝা মুক্তো রেখেছি,

তারপর বন্যা আসে জীবনের স্রোতে

নিজে বাবা ডাক শুনি

বসন্ত আর গ্রীম্মের মানে জেনে গেছি

বুঝলাম

বাবা- এক কঠোর - কোমল স্বপ্নের দেশ

ভালোবাসা যেথা হয় না কভু শেষ

ভুল বোঝাবুঝি হলো তবে শেষ ৷



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy