STORYMIRROR

Amitava Pathak

Fantasy Others

3  

Amitava Pathak

Fantasy Others

এলোমেলো দিনগুলি

এলোমেলো দিনগুলি

1 min
240

ফাৎনার দিকে চেয়ে থাকা দিনগুলি

ফড়িংছানা বসত ছিপে

মাছ ওঠার আগে পরে ডাক আসত

আঁকাবাঁকা আলপথের ওপর দাাঁড়িয়ে বাবা

বিষন্নতার জলরং ছড়াতো কচি কচি মুখে ৷

মেলার আবদার ধূলোয় মলিন হওয়া পকেট

প্রয়োজন সব ছিল সুতো কাটা রকেট

অভিমান সব ছিল ভুরিভুরি

প্রয়োজন থাক না থাক তবু দরকারি,

ছায়়া ছিলো মায়া ছিলো সব বেহিসেবী

শেকল ভাঙ্গা ছি সবুজ পাখিসারি

এলোমেলো দিন জুুড়ে হরবোলা তালসারি।

বাবার জন্য রোদ জমতো

মিথ্যে মেঘের মুখ ভারি।

  

বড় হওয়া দিনগুলো আজ হিসেব কষে দেখে

মাপা দুপুর শুকনো নূপুর কেমন করে বাজে

সত্যি কারের ছায়া কেমনতর সাজেে


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy