অবকাশ -৪৩
অবকাশ -৪৩
হেমন্ত ঋতু ঝরে যায় হৃদয়ের অবগাহনে
গভীর চেতনা অরণ্য রাত্রি বিহ্বল
বিবিধ পথ নিঃশ্বাসের পদত্যাগ
বিরতি জানায় দুঃখের বিস্তর সমুদ্রে।
মানুষ ভুলে যায় মানুষের অবদান
সারি সারি গাছেদের জীবনী হতে
স্মরণে আসে অতীত কথা পরিত্যক্ত পথে।
বিষাদের ভাবনা বেড়ে ওঠে মানুষের হৃদয়ে
পৃথিবী জুড়ে বিহলতা বেড়ে ওঠে।
কেউ রাখে না কথা বিহঙ্গম পাখির মত
দুঃখের পথ দীর্ঘ থেকে দীর্ঘতর
উদাসীন চোখে বিষাক্ত কীটেরা বসতভূমি গড়ে তোলে
মানুষ বর্জন করে জয়ের নীতি।
যতটা বিশ্বাস জন্মালে মানুষ পায় আশার আলো
তার চেয়ে ঢের বেশি অপমানিত হলে
পড়ে থাকে হৃদয় নিংড়ানো আর্তনাদ আর হাহাকার।।
