STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

3  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

অবকাশ -৩০

অবকাশ -৩০

1 min
140

মুখের কথা মুখেই রইলো কেউ ফিরলো না ঘরে !

রাতের নীরবতা ভাঙলো কত ঘর

তবুও ছেড়ে যেতে যেতে মানতে চায় না এ হৃদয়।

কাদের জন্য চেয়েছি সর্বস্ব ত্যাগ করতে

আর কাদের জন্য বিলিয়েছি রক্তের স্রোত !

তবুও সুদীর্ঘ পথে হেঁটে চলেছি একা

চাতক পাখির মতো দিশেহারা পথিক এক

প্রতিনিয়ত স্বপ্নের পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়েছি বিচ্ছেদ ভরা অভিনয়ে।

একান্ত আপন ভেবে যারা কখনও আপন হয় না

তাঁরা কখনোই আপন ছিল না!

পাখির ডানা থেকে পালক খসে যায় বাসা ভাঙে কত শত অজানা ঝড়ে ঠিক সময় এসে বুঝিয়ে দেয় আসলে এমনটাই হওয়ার কথা ছিল।

কোনো আপশোস থাকে না কোনো বিদ্বেষ থাকে না

সব ভুলে এক নির্জন একাকীত্ব পথিকে পরিণত হয়েছি।

শত শত চেষ্টা করলেও কোনো ভাংচুর নেই কিন্তু আত্মসভ্রম আছে সেখানে।



ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract