অবহেলা
অবহেলা
কাছে থাকতে অবহেলায় কাটে সময়,
দূরে যেতেই আবারও মনে পড়ে তোমায়।
ছেড়ে আসার পথে হলোনা দেখা শেষবার,
বুঝিনা কেন ছিল এত তাড়া চলে যাবার।
জানিনা কবে দেখা হবে আবার,
হবে সব দূরত্ব পার।
হয়তো করবে তুমি কিছুটা অভিমান,
তবু সবশেষে ভালোবাসা দেবে অসীম পরিমাণ।

