অবাক সময়
অবাক সময়


যেদিন তোমার পাশে ছিলাম
নিলাম শত ঝড়,
সেদিন আমি আপন ছিলাম
জগৎ ছিল তোমার পর।
আমার কাছে মনের কথা
বলতে ছিল মানা,
আমার সকল দুর্বলতা
হলো তোমার জানা।
সেগুলো কেই হাসির খোরাক
বানিয়ে নিয়ে বলো,
কি মজাটা পেলে তুমি
মানুষ খেলার পুতুল হলো।
বিধাতার এই পরিহাসের পাত্রী
হলেও জানি,
গুনে গুনে হিসাব সব ই
দেন অন্তর্যামী।