STORYMIRROR

SOHINI GHOSH

Romance Inspirational Others

4.0  

SOHINI GHOSH

Romance Inspirational Others

আরও একবার হাত টা ছুয়ে দেখ

আরও একবার হাত টা ছুয়ে দেখ

2 mins
197


জানি তোর চেনা রাস্তা অচেনা করেছে সেই বিকেল গুলো,

যখন সূর্য ডুবে যাওয়ার আগে তোর হাত টা ছুয়ে ,

আমি বলিনি 'আমার সূর্য হয়ে আধার মুক্ত কর আমায় ' I


জানি তোর অভিযোগ গুলো নিমেষে বদলে গেছে

ঝড়ের প্রভাবে,

ক্ষত বিক্ষত অভিমান হয়ে ধরা দিয়েছে রুদ্ধ হৃদয়ে,

কি ভীষণ আর্তনাদ লুকিয়ে রেখেছিলো তোর সেই নিস্তব্ধ নিশ্বাস I


জানি আমি ছাড়া এখনও তোর প্রতিশ্রুতি গুলো, মূল্যবোধ হারিয়ে খুঁজে বেড়ায় প্রত্যাশার ঠিকানা,

তুই ভয় পাস, ভয় পাস নিঃসঙ্গতার গ্রাস,

তবু আমি চুপ করে লুকিয়ে থাকি,

বলিনা 'তুই এমন টাই থেকে যা, আমার হয়ে ',

হয়তো ভাবিস এতটা অচেনা হলাম কি করে I


অচেনা হয়েছি , তবে শুধু যে তোর কাছে,

তা নয় I

নিজের থ

েকেও যে হারিয়ে গেছি একটু একটু করে,

কোথাও যেন তোর সেই ঝড় আমাকেও ধূলিস্যাৎ করেছে,

ছিন্ন বিচ্ছিন্ন করেছে আমার বিশ্বাস,

আর আমাদের ভালবাসাকে I


নির্মম সেই শীতল রোদ্দুর, আজও মনে করায়ে সেই দিন,

তবু কেনো ফিরে যাইনা, তবু কেন তোকে বলিনা,

তবু কেন দুই আহত হৃদয় এক হয়না!


পরিস্থিতির দোহাই নাই বা দিলাম,

নাই বা বললাম সম্পর্কের বাঁধন I

তোর আকাশে থেকেও আমি ,

তোর পরিচয় নাই বা দিলাম I


মুক্ত ভাবে উষ্ণ হৃদয় ডানা মেলে যাক না উড়ে,

অপরিসীম প্রেমের ঢেউ আছড়ে পড়ুক পরান জুড়ে I

হাঁটতে হাঁটতে হঠাৎ যদি কোথাও গিয়ে দুই পথ মেলে,

চিনে নিবি জীবন সঙ্গী,

চিরতরে এক হয়ে, হাঁটবি একসাথে পা ফেলে I 


Rate this content
Log in

Similar bengali poem from Romance