SOHINI GHOSH

Abstract

5.0  

SOHINI GHOSH

Abstract

খুঁজে বেড়াই

খুঁজে বেড়াই

1 min
9.9K


একটা ছোট্ট উত্তর ছিল,

প্রশ্ন খুঁজে করবে আমায়?

একটা চেনা রাস্তা ছিল,

হারিয়ে ভুলতে দেবে আমায়?

সবটা আমায় চেনার পরেও,

জানার চেষ্টা করবে আমায়?

বন্ধু বলে ডাকব যখন,


বাঁধন বিহীন বাঁধবে আমায়?

ছায়া হয়ে খুঁজব যখন,

সূর্য, ধরা দেবে আমায়?

তোমার দু'চোখ আব্ছা হলে,

চশমা তোমার করবে আমায়?

সমাজ যখন প্রশ্নাবলী,

উত্তরলিপি জানব তোমায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract