আমরা করবো জয়
আমরা করবো জয়


আমি তুমি কেউ বাইরে যাবো না,
ঘরে বসে থাকবো আমরা,-নেই কোনো ভাবনা।
লকডাউনে ঘরের ভেতর থাকবো মরা,- আর
লুডো- তাস- পুতুল বিয়ে খেলবো সবাই। - কি মজা।
পথে - ঘাটে চলবো মোরা মেনে সামাজিকতা,
মুখে মাস্ক হাতে গ্লাভস, নোংরা ফেলবনা যথা তথা।
নিয়ম করে ধুবো হাত,করবো চোখ মুখ পরিষ্কার,
"কোরনা" মুক্ত করবোই মোরা থাকবেনা হাহাকার।
তুমি আমি - আমরা সবাই করবো "কোরনা" জয়,
সুস্থ থাকবে মানুষ সবাই,বিশ্ব শান্তিময়।
আমি ভালো তুমি ভালো,ভালো সমাজ - দেশ,
বিশ্ববাসী হাসবে সেদিন ভুলে সব ক্লেশ।
মন্দির - মসজিদ- গির্জাতে ভগবান কোথায়?
ডাক্তার,নার্স,স্বাস্থ্য-সাফাই কর্মী পুলিশ ভগবান যে হয়
তাদের আমরা করি প্রণাম,গাই সুকৃতি।
এঁরা বাঁচলে বাঁচবো আমরা, বাঁচবে বিশ্ববাসী।