আমন্ত্রণ - শরৎকাল
আমন্ত্রণ - শরৎকাল


সে এসেছে বলে
হটাৎ অমাবস্যায়
তার নীল স্পর্শ আজীবন
বয়ে বাড়াবে দেহ মন,
সে উনিশ ভেবেছিলো তাই l
এখন আমার গাঁয়ে
ঢাকের বাদ্দি বাজছে
নরম মাটির ওপরে
আশায় দুলছে কাশফুল
মাগো তুমি আসবে বলে l
সে এসেছিলো বলে
মনমাঝিটা এতদিন নজরবন্দি
আমার খালি নৌকাটা
নদীর পাড়ে বাঁধা একাকী নির্জনে
দুচোখ জুড়ে ঘুম...শুধু ঘুম l
মাগো তুমি আসবে বলে
ঐ নদীটার বুকে আবার ঘূর্ণি
পাশের গাঁয়ে রঙিন জামা গায়ে
হাওয়ায় বইছে অভয় বাণী
ভয় পেওনা আবার জাগো চূর্ণী l
সে এসেছিলো বলে
মানুষ মুখোশে তাই ত্রাসী
অস্পৃশ্য হলো বিংশের রাজা
রাজা শূদ্র ভুলে একই সাজা
যমের ঠোঁটে লেগেছে অট্টহাসি l
আজ তুমি আসবে বলে মাগো
প্রজাপতি মেলেছে রঙিন ডানা
আকাশে শুভ্র মেঘেদের আনাগোনা
বাঁশির সুরে আগমনী রাগ
গাইছে সবাই আকুল চোখে
বন্দী পাখি বদ্ধ খাঁচায়,
মাগো
মুক্ত করো ঐ আকাশটাতে l