আমার নিস্তব্ধ ভাবনা
আমার নিস্তব্ধ ভাবনা
ঠিক যতটা দূরত্ব বাড়লে মায়া কাটাতে হয়
সেই দুর্গম পথের ক্লান্ত পথিক আমি,
ছুটে বেড়ায় এদিক ওদিক মরীচিকার সন্ধান
পিছুটানে সুর তোলে কিছু অক্ষমতার অন্তরাল,
বেলাশেষে ঘর খোঁজে নীরব এক নিস্তব্ধ প্রাণ।।
পুরনো প্রিয়তে অস্থির কারা যেন নতুনের ধরেছে গান,
সব চরিত্রই কাল্পনিক হয় তবে দোষারোপে নিয়তির নাম ।।