লুকোচুরি
লুকোচুরি
কিছু কথা আটকিয়ে যায়
বলতে পারো চাওয়া আর না চাওয়ার লড়াই,
কিছু স্মৃতি আজও কড়া নাড়ে
বলে ওঠে যাবে কি ফিরে ওই নদীর তীরে?
ইচ্ছে তো ভীষণ সারা দেয় ওমুক নামে
তবে নদী কি জানে অপেক্ষার মানুষটির গভীরতার মানে ।
সময়ের ব্যবধানে একঘেয়েমি ছলখেলা
আর তার দেখানো ব্যস্ত নিয়ে অন্য মোহনা,
কিছু কথা আজও তাই চুপ, অনুভূতি লুকিয়ে অন্য যত কথা,
মানুষটিও ক্লান্ত ভীষণ আর প্রশ্ন তোলে স্মৃতির আড়ালে
"Kya hua Tera waaada vo kasam vo iraada?"